ডাকাতির বড়সড় ছক বানচাল করে দিলো পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে ডাকাতির আগে দুশকৃতী দলের পাঁচ পান্ডাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার পুলিশ।
ডায়মন্ডহারবার পুলিশ জেলা সুপার ভোলানাথ পান্ডে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গোপন সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার বিষ্ণুপুর থানার অ্যান্টি ক্রাইম পার্টির অভিযানে বিষ্ণুপুর থানার তপনার মোড় থেকে ৪টি ধারালো অস্ত্র, একটি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে পাঁচ দুষ্কৃতীকে। ধৃতরা, জীবনতলার বাসিন্দা আরমান শেখ ওরফে নুর জামান, বাসন্তীর বাসিন্দা শুভজিৎ রায় ওরফে শুভ, বারুইপুরের আনারুল লস্কর, মনিরুল লস্কর ওরফে পচা এবং সালাম মন্ডল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সরিষা হাটে একটি সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে ছক কষেছিল ধৃতরা। শুক্রবার ধৃতদের আদালতে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। ধৃতদের আরো জেরা করে মূল চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ।