লক ডাউন নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে যুবক লক আপে




 সোশ্যাল নেট ওয়ার্ক সাইটে উত্তর চব্বিশ পরগনায় লক ডাউন সম্পর্কিত গুজব ও ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক। ধৃতের নাম সহিদুল ইসলাম। 

দেগঙ্গার সোহাই  নিবাসী এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে নতুন করে বিগত সময়ের লক ডাউনের খবর নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করে বিভ্রান্তি ছড়াতে শুরু করে। সোশ্যাল নেট ওয়ার্কে এই খবর জনমানসে প্রভাব ফেলে। যে সময় লক ডাউন নেই সে সময় পোষ্টটি ঘিরে বিভিন্ন ভুল বার্তা যায়।পুলিশ প্রশাসন  তদন্তে নেমে ভুয়ো খবরের উৎসে পৌঁছে গ্রেপ্তার করে সহিদুলকে। 


বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানিয়েছেন, পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে সহিদুলকে। মঙ্গলবার দেগঙ্গা থেকেই গ্রেপ্তার হয় অভিযুক্ত। ভারতীয় দন্ড বিধির 188/505(1)(2) ও 54এন ডি এম এ অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু  ।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন