চারা তৈরীর প্রশিক্ষণ শিবির ও বীজ বপন কর্মসূচি



কোভিড -১৯ প্রভাবে করোনা জনিত সংকটকালীন অবস্থায় মানুষের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ গবেষণা সংস্থা ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ আর্থ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চের উদ‍্যোগে শনিবার তাদের চতুর্থ কর্মসূচি হিসেবে দত্তক গ্রাম জামবনীর জামডহরীতে শীতকালীন উদ্যান কৃষির জন্য প্রয়োজনীয় চারা তৈরীর প্রশিক্ষণ ও বীজ বপন কর্মসূচি আয়োজন করা হয়। 

প্রায়  দশ হাজার চারা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে​। এদিন এক হাজার চারা তৈরির জন্য বীজ বপন করা হয়। ফুল কপি, বাঁধা কপি, ব্রকলি, ক্যাপসিকাম, বেগুন, টম্যাটো, শালগম, লংকা, পেয়াঁজ প্রভৃতির  বীজ কোকোপীঠ ও কেঁচো সারের সংমিশ্রণ করে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এছাড়া পর্যাপ্ত পরিমাণে পালং, মূলো, খসলা ও ধনে বীজ গ্রাম বাসিদের দেওয়া হয়।  উপস্থিত ছিলেন সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপক ও টিয়ার সম্পাদক ড. প্রণব সাহু।


 অধ্যাপক সুপ্রকাশ দাশ ও অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ চক্রবর্তী।গ্রামের পক্ষ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন সন্তু মাহাতো, মঙ্গল সরেন, খগেন মাহাতো ও সুপর্ণা মান্ডি, দিলীপ মান্ডি সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন